ওয়েডের ব্যাটে বিস্ফোরক সেঞ্চুরি

ওয়েডের ব্যাটে বিস্ফোরক সেঞ্চুরি

মিচেল পেরির চতুর্থ বলে ওভার বাউন্ডারি হাঁকান ম্যাথু ওয়েড। কিন্তু ছক্কা পেয়েই যেন চুপসে যান। পরের ২০ বলে পাননি কোনো বাউন্ডারির সন্ধান। এরপরই প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লেখেন। প্রতিপক্ষের বোলারদের ছোড়া সব বল কচুকাটা করেন বাঁহাতি এ ব্যাটসম্যান।

১৯ সেপ্টেম্বর ২০২৫